গাজীপুরে বাংলাদেশ আর্চারি কাপ শুরু
প্রকাশিত : ২৩:০২, ১৯ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ২৩:০২, ১৯ সেপ্টেম্বর ২০১৯

বাংলাদেশ আর্চারি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং মধুমতি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আজ বৃহস্পতিবার সকালে টঙ্গিস্থ আর্চারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে ‘মধুমতি ব্যাংক বাংলাদেশ আর্চারি কাপ ঢাক-২০১৯ স্টেজ-৩’ শুরু হয়েছে।
দুদিনব্যাপী এই টুর্নামেন্টে দেশের সেরা ৯টি ক্লাব যথাক্রমে ঢাকা আর্মি আর্চারি ক্লাব, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), তীরন্দাজ সংসদ, বাংলাদেশ আনসার, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ বিমানবাহিনী, কোয়ান্টাম স্পোর্টিয়াম, স্ট্যান্ডার্ড বাংলাদেশ আর্চারি ক্লাব (এসবি আরচ্যারী ক্লাব), টাইগার ক্লাব থেকে ৬৫ জন পুরুষ ও ৩০ জন মহিলাসহ মোট ৯৫ জন আর্চার অংশগ্রহণ করছে।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী আর্চারবৃন্দ রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে একক, দলগত ও মিশ্র দলগত ইভেন্টে ১০টি পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে ।
আই/ টিআর
আরও পড়ুন