ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

গাজীপুরে মন্ডা, মিঠাই, খেলনা কারিগরদের ব্যস্ততা (ভিডিও)

প্রকাশিত : ১৩:০৯, ৮ এপ্রিল ২০১৯

পহেলা বৈশাখ উপলক্ষে ব্যস্ত হয়ে উঠেছে গাজীপুরের মন্ডা-মিঠাই আর মাটির খেলনা তৈরির কারিগররা। বর্ষবরণ আনন্দ উৎসব আর বৈশাখী মেলাকে সামনে রেখে হরেক রকমের খেলনা আর মিষ্টি তৈরি করছেন তারা।

গাজীপুরের কালিয়াকৈর, সিন্দুরী, বলিয়াদী, ভৃঙ্গরাজসহ আশপাশের কয়েকটি গ্রামে চলছে নতুন বর্ষবরণের প্রস্তুতি। তবে এ দৃশ্য অন্যরকম, বৈশাখী মেলার হরেক রকমের সামগ্রী তৈরিতে ব্যস্ত এই এলাকার মানুষ।

এসব অঞ্চলের পূর্বপুরুষদের পেশা ছিলো মাটি দিয়ে বিভিন্ন শিল্পকর্ম ও চিনি-গুড় দিয়ে সুমিষ্ট খাদ্য সামগ্রী তৈরি। এর ধারাবাহিকতা এখনো ধরে রেখেছেন অনেকই। অন্যান্য বছরের মতো এবারো বৈশাখী মেলা উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অর্ডার পেয়েছেন কারিগররা। তাই চলছে চিনি-গুড় দিয়ে সুমিষ্ট হাতি, ঘোড়া, বিভিন্ন সাজ খেলনা তৈরির কাজ।

একইভাবে ব্যাস্ত মৃৎশিল্পীরাও। মাটি দিয়ে বাঘ, সিংহ, ঘোড়া, হাতি, হরিণ, পাখির বাসা, ফুলদানিসহ বিভিন্ন ধরনের মাটির খেলনা সামগ্রী তৈরি করছেন তারা। বৈশাখী মেলায় এসব পন্য যথাসময়ে সরবরাহেই এই ব্যস্ততা।

গ্রাম বাংলার এই ঐতিহ্য টিকিয়ে রাখতে উদ্যোগ নেয়ার আশ্বাস জেলা প্রশাসনের।

সিংক: দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী

আবহমান বাংলার যুগযুগের এই সংস্কৃতি টিকে থাকবে আগামীতেও এমনি প্রত্যাশা সকলের।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি