ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত ১

প্রকাশিত : ১৫:৫৯, ২৫ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:৫৯, ২৫ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

crossfireগাজীপুরের টঙ্গীতে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে দেলোয়ার হোসেন নামে একাধিক মামলার এক আসামি মারা গেছে। আহত হয়েছে দুই র‌্যাব সদস্য। র‌্যাব জানায়, শুক্রবার ভোররাতে টঙ্গীর নৌ বন্দর এলাকায় দেলোয়ার হোসেনসহ ১০-১২জন লোক অবস্থান করে ইয়াবা বিক্রির টাকা ভাগাভাগি করছে এমন তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে র‌্যাব-১ এর একটি দল অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দেলোয়ার ও তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। এসময় র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে মারা যায় দেলোয়ার। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, একটি এলজি, ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, তিনটি ছোড়া, ১৯৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি