ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

গাজীপুর জেলা বিএনপির অফিসে যুবদলের আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৩, ৪ জুলাই ২০১৮

গাজীপুর জেলা বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে সদ্যঘোষিত যুবদলের কমিটির পদবঞ্চিত নেতাকর্মীদের বিরুদ্ধে। আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে শহরের রাজবাড়ী রোডে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সদ্য ঘোষিত জেলা ও মহানগর যুবদলের কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে পদবঞ্চিত নেতাকর্মীরা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।

খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনে অফিসের চেয়ার-টেবিলসহ আসবাব পুড়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবদল নেতা জানান, কমিটিতে ত্যাগী ও মাঠের নেতাদের মূল্যায়ণ করা হয়নি। ফলে গাজীপুরের যুবদল নেতারা ক্ষুব্ধ।

প্রসঙ্গত মঙ্গলবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন যুবদলের সাতটি জেলা ও মহানগর ইউনিটের আংশিক কমিটি অনুমোদন দিয়েছেন। এর মধ্যে গাজীপুরও রয়েছে।

গাজীপুর মহানগর যুবদল কমিটি: সভাপতি প্রভাষক মো. বশির উদ্দিন আহম্মেদ, সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম টুটুল, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ভাট, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক হালিম মোল্লা ও সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান।

গাজীপুর জেলা যুবদল কমিটি: সভাপতি মো. মনির হোসেন, সিনিয়র সহসভাপতি জয়নাল আবেদীন, সহসভাপতি জাকারিয়া পারভেজ ও মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান মোল্লা, অ্যাডভোকেট রফিকুল ইসলাম ও হালিম শিকদার এবং সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন বেপারী।

/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি