ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

গানবাজ প্রকাশ করলো ‘বেঁচে থাকার গান’ ও ‘বাংলার ছেলে’

প্রকাশিত : ১৪:০৭, ৮ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৪:০৭, ৮ ফেব্রুয়ারি ২০১৬

গানবাজ প্রকাশ করলো ‘বেঁচে থাকার গান’ ও ‘বাংলার ছেলে’ রবিবার অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানবাজ প্রকাশ করলো দুটি অ্যালবাম ‘বেঁচে থাকার গান’ ও ‘বাংলার ছেলে’। জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা উৎসবের মাধ্যমে এই অ্যালবাম প্রকাশ হয়। সেখানে উপস্থিত থেকে অ্যালবাম দুটির মোড়ক উন্মোচন করেনÑ জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজী, কণ্ঠশিল্পী আসিফ আকবর, মিউজিক ডিরেক্টর সুমন কল্যান ও অ্যালবাম দুটির শিল্পীরা। নবাব আমিনে কথা এবং সুমন কল্যানের সুর-সঙ্গীতে বেঁচে থাকার গান অ্যালবামে গান গেয়েছেন বাপ্পা মজুমদার, পান্থ কানাই, দিনাত জাহান মুন্নি, সুমন কল্যান, মুহিন, নিশিতা, ঐশী, সানিয়া রমা ও রবিন। অর্ণব সুমনের কথা-সুর ও কণ্ঠে বাংলার ছেলে অ্যালবামের সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যান, বিপ্লব বড়–য়া ও মিঠু হাসান। প্রকাশনা উৎসবে উপস্থিত অতিথিরা গানবাজ ও প্রকাশিত অ্যালবাম দুটির জন্য শুভকামনা করেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি