ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

গানে কবিতায় শিল্পকলায় বর্ষাবরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৪, ৮ জুলাই ২০১৮

শিল্পকলা একাডেমিতে গানে কবিতায় বর্ষাবরণ অনুষ্ঠানের আয়োজন করেছিল সাংস্কৃতিক সংগঠন ‘প্রতিসৃষ্টি’। শনিবার সন্ধ্যায় একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এই অনুষ্ঠানের সূচনা হয় ‘মেঘের গায়ে নূপুর পায়ে নাচে বরষা’ গানটির সঙ্গে অনিক বোসের পরিচালনায় নাচের দল স্পন্দনের দলীয় নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে। এরপর বর্ষাকথনে অংশ নেয় সাবেক প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। প্রতিসৃষ্টি’র সাবেক সভাপতি প্রয়াত শুভ রহমানের স্মৃতিচারণ করেন তার সহধর্মিণী ফজিলাতুন নেছা। আলোচনা পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান ও আবৃত্তিতে পুরো মিলনায়তনে ফুটে উঠে বর্ষার নান্দনিকতা।
সংগঠনের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক সদ্য প্রয়াত শুভ রহমানের স্মৃতির প্রতি অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে।
অনুষ্ঠানের কালিদাসের ‘মেঘদূত’ কবিতা অবলম্বনে দলীয় নৃত্য পরিবেশন করে সাংস্কৃতিক সংগঠন কাদামাটি। এরপর সম্মেলক কণ্ঠে ‘পাগলা হাওয়ার বাদল দিনে’ গানটি পরিবেশন করে উদয়নের শিল্পীরা। অনন্যা ওয়াফি রহমানের পরিচালনায় ‘টুপটাপ টাপুর টুপুর বৃষ্টি পড়ে’ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করে নাচের দল নৃত্যমঞ্চ, ‘কলকল ছলছল নদী করে টলমল’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে স্বভূমি লেখক শিল্পী কেন্দ্র। অনুষ্ঠানে কবিগুরুর ‘বাদলও দিনেরও প্রথম কদম ফুল’ গেয়ে শোনান মহাদেব সাহা ও আশিকুর রহমানর কণ্ঠে গীত হয় রবীন্দ্রনাথের ‘ওই মালতী লতা দোলে’। এতে একক আবৃত্তি করেন মাসকুর-এ- সাত্তার কল্লোল, শাহরিয়ার সালাম, নায়লা তারান্নুম কাকলি, বেলায়েত হোসেন। বর্ষা বরণের এই সন্ধ্যায় লোকসংগীত পরিবেশন করেন শান্তা সরকার, আরিফ রহমান ও খগেন্দ্রনাথ সরকার।
জাতীয়সংগীত পরিবেশনের মধ্য দিয়েই বর্ষাবরণের এই আয়োজনের সমাপ্তি ঘটে।
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি