ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গার্মেন্টস পরিস্থিতি শান্ত, ১৭টি ছাড়া বাকি কারখানায় চলছে উৎপাদন

সাভার ও গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৪, ২৬ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ১৪:০১, ২৬ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

আশুলিয়া ও গাজীপুরে গার্মেন্টস পরিস্থিতি শান্ত রয়েছে। তবে ১৭টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ থাকলেও বাকিগুলোতে কর্ম পরিবেশ স্বাভাবিক।

শ্রমিকরা বৃহস্পতিবার সকাল ৮টা থেকে কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করেন। 

শিল্প পুলিশ জানায়, অধিকাংশ কারখানায় উৎপাদন চললেও আশুলিয়ায় শিল্পাঞ্চলে এখনও অনিদিষ্টকালের জন্য শ্রম আইনে বন্ধ রয়েছে ৯টি কারখানা, বাকি ৮টি কারখানায় রয়েছে সাধারণ ছুটি।  

এখনো পর্যন্ত কোথাও কোন বিক্ষোভ ও অসন্তোষের খবর পাওয়া যায়নি। 

এদিকে, গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে সকালে গাজীপুরে শান্তিপূর্ণভাবে দলে দলে নারী পুরুষ শ্রমিকেরা কাজে যোগ দেন। কারখানার উৎপাদন স্বাভাবিক রয়েছে। মালিকপক্ষ তাদের দাবি মেনে নেওয়ায় খুশি শ্রমিকরা। 

নিরাপত্তায় শিল্প পুলিশ মোতায়েন ছাড়াও রয়েছে সেনাবাহিনী ও বিজিবির টহল।                                  

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি