ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

গাড়ি চালানোর সময় ঘুম ঠেকাতে অ্যাপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৬, ১৪ জুলাই ২০১৭ | আপডেট: ১৪:৩৫, ১৫ জুলাই ২০১৭

দীর্ঘ জার্নি বা ভ্রমণে বের হয়েছেন। বাস বা প্রাইভেটকারেই এই ভ্রমণ। লম্বা এই জার্নিতে যাত্রীদের সঙ্গে গাড়ির চালকও মাঝে মাঝে ঘুমিয়ে পড়েন। এতে দুর্ঘটনার কবে পড়ে ওই যানবাহন। লং রুটের ট্রাকের ক্ষেত্রে এমন দুর্ঘটনার হার একটু বেশি।

তাই এ ধরনের দুর্ঘটনা রোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন গবেষকরা। হংকং ব্যাপ্টিস্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা নতুন এক অ্যাপ আনতে যাচ্ছেন, এ ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করবে।

গবেষকরা জানান, অ্যাপটি ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে চালকের গাড়ি চালানোকে ভিডিও করবে। তারপর ভিডিওর মাধ্যমে এই অ্যাপটি বুঝতে পারবে যে চালক ঘুমিয়ে পড়তে পারেন কি না।

গবেষকরা আরও জানান, গাড়ি চালানোর সময় স্টিয়ারিং হুইলের সামনে অ্যাপটি চালিয়ে ফ্রন্ট ক্যামেরাটি অন করে রাখতে হবে। এর মাধ্যমে চালকের মুখের অভিব্যক্তি বোঝা যাবে। অ্যাপটি লক্ষ্য রাখবে যে চালকের চোখ বন্ধ হয়ে যাচ্ছে কি না বা তার মাথা বার বার ঢুলে পড়ছে কি না। যেই মুহূর্তে এই অ্যাপটি বুঝবে যে চালকের ঘুম পাচ্ছে, ঠিক তখনই অ্যালার্ম বেজে উঠবে।

এভাবেই অ্যাপটি চালককে সর্তক করার মাধ্যমে দুর্ঘটনা রোধ করতে পারবে বলে আশা প্রকাশ করেন গবেষকরা।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি