ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গায়েবী-ভৌতিক মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে: ফখরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৯, ৩০ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপি`র নেতাকর্মীদের মিথ্যা, গায়েবী ও ভৌতিক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা এসব মামলা দিচ্ছে তারা ভবিষ্যতে রেহাই পাবে না বলেও হুশিয়ার করেন তিনি।

বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের মহাসমাবেশে দেওয়া সভাপতির বক্তব্যে তিন এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, এই সরকার দেশকে ধ্বংস করে দিয়েছে। জাতিকে ধ্বংস করে দিয়েছে। সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্ববংস করে দিয়েছে। আমাদের অনেক সহকর্মী কারাগারে। অনেককে গুম করা হয়েছে। অনেককে খুন করা হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, চলতি মাসেই চার হাজার ৯৪ জনের নামে মামলা দেওয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে চার হাজার ৩১৯ জনকে। আসামী করা হয়েছে ২ লাখ বাহাত্তর হাজার সাতশ ত্রিশ জনকে।

তিনি এসময় হুঁশিয়ার করে বলেন, এগুলো গায়েবী মামলা। কোন অস্তিত্ব নেই। ভৌতিক মামলা। ভবিষ্যতে যখন দেখা যাবে এসব মামলার কোন অস্তিত্ব নেই তখন সবাইকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। কাউকে রেহাই দেওয়া হবে না।

অা অা// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি