ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

গীতিকবি শহীদুল্লাহ ফরায়জীর জন্মদিন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৭, ১৭ জুলাই ২০২০

বরেণ্য গীতিকবি শহীদুল্লাহ ফরায়জীর জন্মদিন আজ। বিরহ-বিচ্ছেদ আর প্রেমের কথামালার গান লিখে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি। চার দশকেরও অধিক সময় ধরে নিরন্তর লিখে চলেছেন মর্মস্পর্শী সব গান। 

সোনা দানা দামি গহনা, অপরূপা তুমি অপরূপা, দু’চোখ আমার শত্রু হলো, জীবন যদি বদল করা যেত, আমার মন্দ স্বভাব, দিন-রাত্রির হয়নারে মিলন, মনের দুঃখ রইলো মনে, নষ্ট জীবন— পরিচিত এই গানগুলো তিনিই লিখেছেন।

নিজের জন্মদিন বিষয়ে শহীদুল্লাহ ফরায়জী বলেন, ‘সব সময়ই জন্মদিনে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও প্রিয়জনদের সান্নিধ্য উপভোগ করি। কিন্তু এবার তার ব্যতিক্রম হচ্ছে। করোনার কারণে আমাদের দূরত্ব বজায় রেখে চলতে হচ্ছে।’

কৃতজ্ঞতা প্রকাশ করে গীতিকবি আরও বলেন, ‘যতদিন বেঁচে থাকি মাটি ও মানুষের আরও বেশি কাছে যাওয়ার, আরও বেশি মানবিক হওয়ার শক্তি যেন অর্জন করি, সেই প্রার্থনা সবার কাছে।’

বরেণ্য এ গীতিকবি বর্তমানে বেশ কয়েকটি অ্যালবাম ও চলচ্চিত্রের গান নিয়ে ব্যস্ত রয়েছেন।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি