ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

গীতিকার গোপাল দাস নীরজ আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৬, ২০ জুলাই ২০১৮

আবারও ছন্দপতন। চলে গেলেন ভারতের জনপ্রিয় কবি এবং গীতিকার গোপাল দাস নীরজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। বহুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মঙ্গলবার শ্বাস-প্রশ্বাসের সমস্যা শুরু হয় তার। এরপর তাকে ভারতের আগ্রার একটি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে দিল্লির এইমস্ হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯২৪ সালের ৪ জানুয়ারি উত্তরপ্রদেশের ইটাওয়া জেলার পুরাওয়ালি গ্রামে জন্ম তার। হিন্দি সাহিত্য থেকে বলিউডের আঙিনা, সর্বত্রই ছিল তার অবাধ বিচরণ। তার লেখা জনপ্রিয় গানের মধ্যে অন্যতম, শোখিওঁ ঘোলা যায়ে ফুলোঁ কা শবাব, লিখে যো খত তুঝে, এ ভাই…জরা দেখ কে চলো, দিল আজ শায়র হ্যা, খিলতে হ্যায় গুল ইয়াহাঁ, ফুলো কে রং সে, রঙ্গিলা রে, আদমি হুঁ প্রমুখ।

১৯৯১ সালে তিনি পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন। এরপর ২০০৭-এ তাকে পদ্মভূষণ দেওয়া হয়। যশভারতী সম্মান তাকে দেয় ভারতের উত্তরপ্রদেশ সরকার। কারওয়াঁ গুজর গয়া গুবার দেখতে রহে, এমনই জনপ্রিয় সব গানের জন্য তার হাতে উঠে আসে ফিল্মফেয়ার পুরস্কার। ১৯৭০, ৭১, ৭২ সালে পরপর তার হাতে এই পুরস্কার আসে।

এই গুনির প্রয়াণে শোকস্তব্ধ ভক্তমহল। টুইট করে শোকপ্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতিও।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি