ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

গুচ্ছগ্রাম নির্মাণের স্থান ভুল, বিপাকে গ্রামবাসী (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৭, ১৩ সেপ্টেম্বর ২০১৮

গুচ্ছগ্রাম নির্মাণের স্থান ভুল হওয়ায় বিপাকে ঠাকুরগাঁয়ের ধর্মপুর গ্রামবাসী। নদীর মাঝখানে গুচ্ছগ্রাম নির্মাণ করায় উপজেলা প্রশাসন আর পানি উন্নয়ন বোর্ডের মধ্যে দেখা দিয়েছে ভিন্নমত। এদিকে ৫০টি পরিবারের জন্য তৈরি ঘরগুলোতে তীব্র গরমে নাকাল হওয়ার পাশাপাশি বর্ষায় বন্যার আশংকা করছেন বাসিন্দারা।

ঠাকুরগাঁও সদর উপজেলার ধর্মপুর গ্রামের টাঙ্গন নদীর চরে ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ছিন্নমূল মানুষের জন্য গুচ্ছগ্রাম। বর্তমানে এখানে বসবাস করছে ৫০টি পরিবার।

নদী থেকে বালু উত্তোলনের পর জায়গা ভরাট করে নির্মাণ করা হয় গুচ্ছগ্রাম। গেলো জুলাইয়ে এসব ঘরে ওঠার পর থেকেই টিবওয়েলের দুর্গন্ধযুক্ত পানি আর তীব্র গরমে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। একইসাথে বৃষ্টিতে ক্ষয়ে যাচ্ছে ভিটার বালু, সাথে বর্ষায় বন্যার আশংকাও করছেন তারা।

পরিবারগুলোর অভিযোগ, ঘর প্রতি দলিল হস্তান্তরের জন্য ৫ থেকে ৭শ’ টাকা নেয়া হলেও এখনো জমির দলিল পাইনি কেউ।

এবিষয়ে জেলা প্রশাসক বললেন, যেকোন খাস জমিতে গুচ্ছগ্রাম নির্মান করা যায়। আর গুচ্ছগ্রাম নির্মাণের সময় দায়িত্বে থাকা বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার জানান, পানি উন্নয়ন বোর্ডের মতামতের ভিত্তিতেই স্থান নির্বাচন করা হয়েছে।

এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, গুচ্ছগ্রাম নির্মাণে কোনো মতামত চাওয়া হয়নি।

এ বছরের ২৯মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁয়ে ৩৩ টি প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। যার মধ্যে একটি এই গুচ্ছগ্রাম।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি