ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গুচ্ছের ‘সি’ ইউনিটে পাসের হার ৬৩ শতাংশ, ৮৫.২৫ পেয়ে প্রথম রাজু

জবি প্রতিনিধি 

প্রকাশিত : ০৮:৩৫, ৩০ মে ২০২৩ | আপডেট: ০৮:৩৭, ৩০ মে ২০২৩

Ekushey Television Ltd.

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের 'সি’ ইউনিট (বাণিজ্য) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এই ইউনিটে উত্তীর্ণ হয়েছেন ২৪ হাজার ৩৩৭ জন পরীক্ষার্থী। 

সোমবার রাত সাড়ে ৮টার দিকে গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম-আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড ইমদাদুল হক এ তথ্য জানান।

উপাচার্য বলেন, এবার গুচ্ছের ‘সি’ ইউনিটে (বাণিজ্য) মোট আবেদন করে ৩৯ হাজার ৮৬৪ জন ভর্তিচ্ছু। তার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৮ হাজার ৩৫১ জন। এই ইউনিটে পাসের হার ৬৩.৪৬ শতাংশ। মোট ২৪ হাজার ৩৩৭ জন শিক্ষার্থী কৃতকার্য এবং ৩৬.৫৪ শতাংশ অর্থ্যাৎ ১৪ হাজার ১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। 

ইমদাদুল হক বলেন, ‘সি’ ইউনিটে সর্বোচ্চ নম্বর ৮৫.২৫ পেয়ে প্রথম স্থান অধিকার করেছে রায়হান খান রাজু। রাজু ঢাকা নটরডেম কলেজের শিক্ষার্থী ছিলেন। তার পরীক্ষার কেন্দ্র ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। 

ফলাফল গুচ্ছের ওয়েবসাইটে দেখা যাবে। 

এ ফলাফল নিয়ে যদি কেউ সন্তুষ্ট না থাকে তাহলে সে পুনঃনিরক্ষণ করার সুযোগ পাবে। তবে পুনঃনিরক্ষণের ফি নির্ধারণ করা হয়নি এখনও। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি