ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

গুচ্ছে প্রথম ধাপে ভর্তি কার্যক্রম শুরু

জবি প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৫, ২২ জুলাই ২০২৩

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের প্রথম মেধা তালিকায় উত্তীর্ণদের ভর্তি শুরু হতে যাচ্ছে আজ ২২জুলাই। এনিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রকাশ করেছে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি রেজিস্ট্রার কার্যালয় থেকে প্রকাশিত করা হয়।

ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে এ, বি ও সি ইউনিটে অনলাইনে টাকা জমা দিয়ে প্রাথমিকভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আগামী ২২/০৭/২০২৩  হতে ২৬/০৭/২০২৩ তারিখের মধ্যে সংশ্লিষ্ট ডীন অফিসে এসে ভর্তি ফিস জমার অ্যাকনলেমেন্ট স্লিপ প্রদর্শনপূর্বক উল্লেখিত কাগজপত্রাদি জমা দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চিত করতে বলা হয়েছে।

প্রাথমিক ভর্তি নিশ্চিত করতে নিম্নলিখিত কাগজপত্রাদি সাথে নিয়ে আসতে বলা হয়েছে।
১. গুচ্ছের ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড।
 ২. অনলাইন হতে প্রিন্টকৃত ভর্তি ফরম ও ৪ (চার) কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৩. এসএসসি ও সমমান পরীক্ষার মূল সনদপত্র ও নম্বরপত্র এবং প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি।
 ৪. এএইচসি ও সমমান পরীক্ষার মূল নম্বরপত্র ও রেজিস্ট্রেশন কার্ড এবং প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি।

এবার গুচ্ছের ভর্তি কার্যক্রম তিন ধাপেই শেষ করার পরিকল্পনা গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির। ভর্তি প্রক্রিয়ার রোড ম্যাপ অনুযায়ী, প্রথম ধাপে ২২ থেকে থেকে ২৫ জুলাই, দ্বিতীয় ধাপে ২৮ থেকে ৩০ জুলাই এবং তৃতীয় ধাপে ৩ থেকে ৫ আগস্ট ভর্তি নেয়া হবে।

পরবর্তীতে ১৬ আগস্ট থেকে নতুন শিক্ষাবর্ষে পাঠদান শুরু হবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি