ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

গুজব রটানোর অভিযোগে নিরঞ্জন গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৭, ৩ নভেম্বর ২০২০

ধর্মীয় উস্কানি ও গুজব রটানোর অভিযোগে নিরঞ্জন বড়াল নামে একজনকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার ক্রাইম টিম। 

মঙ্গলবার সিআইডি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাইবার ক্রাইমের ডিআইজি জামিল আহমেদ।

তিনি বলেন, সম্প্রতি নিখোঁজ হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিথি সরকারকে সিআইডি অফিসে হাত-পা বাধা অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য ছড়ান নিরঞ্জন বড়াল। যা মিথ্যা বলে দাবি করছে সিআইডি। 

তবে গুজব ছড়ানোর অপরাধে গতকাল রামপুরা থেকে নিরঞ্জনকে গ্রেফতার করে সিআইডি। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র, সরকার ও ধর্মীয় উস্কানি এর আগেও নিরঞ্জন বড়াল রটিয়েছে বলে জানান জামিল আহমেদ। 

এ ঘটনায় পল্টন থানায় ডিজিটাল নিরাপদ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এএইচ/এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি