ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

গুজরাটে টানা ছয়বার জয় বিজেপির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩০, ১৮ ডিসেম্বর ২০১৭

গুজরাটে এ নিয়ে টানা ছয় বারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এ পর্যন্ত পাওয়া খবরে দেখা গেছে, গুজরাট বিধানসভা নির্বাচনে ১৮২ আসনের ১০৫ টিতেই জয়লাভ করছে বিজেপি । অন্যদিকে কংগ্রেস পাচ্ছে ৭৫ টি আসন।

আজ সকাল ৮ টা থেকে ভোট গণনা শুরু হয়েছে। সরকার গঠন করতে হলে গুজরাটে ৯২ আসনে জয়লাভ করতে হবে কোন দলকে। তবে এরই মধ্যে নরেন্দ্র মোদির বিজেপি গুজরাটে ১০৫ আসনে জয়লাভ করতে যাচ্ছে বলে ভোট গণনায় দেখা গেছে। কংগ্রেস পেতে যাচ্ছে ৭৫টি আসন।

গত নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে তুলনামূলক ভাল ফলাফল করলেও সরকার গঠনের মতো আসন লাভে ব্যর্থ হয় কংগ্রেস। তারা গত নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে ১৫টি আসন বেশি পেতে যাচ্ছে। অন্যদিকে বিজেপি গত নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে ১০টি আসন কম পেয়েছে।

এর আগে সকাল ৯.৩০ টার দিকে বিজেপি ও কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাষ দেখা যায়। ওই সময় বিজেপি ও কংগ্রেসের আসন সংখ্যা ৬৫-৬৪ তে দাঁড়ায়। এতে বিজেপির নেতাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। তবে শেষের দিকে নরেন্দ্র মোদির বিজেপি বেশিরভাগ আসনে জয়লাভ করায় কংগ্রেসের স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে বিজেপি।

 সূত্র: এনডিটিভি

এমজে/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি