ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিক কুলভূষণের রায় আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩০, ১৮ মে ২০১৭ | আপডেট: ১৩:১৮, ১৮ মে ২০১৭

Ekushey Television Ltd.

গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবকে পাকিস্তানের আদালতের দেয়া মৃত্যুদণ্ডের বিষয়ে আন্তর্জাতিক আদালতের রায় আজ।
স্থানীয় সময় বৃহস্পতিবার নেদারল্যান্ডের হেগের আদালতে এই রায় ঘোষণা হবে। এরআগে গেল সোমবার কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের ওপর স্থগিতাদেশ দেয় আন্তর্জাতিক আদালত। গেল বছর বেলুচিস্তানের মাশকেল থেকে কুলভূষণকে আটক করে পাকিস্তানের গোয়েন্দারা। চলতি বছরের এপ্রিলে গুপ্তচরবৃত্তি ও নাশকতার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয় দেশটির সামরিক আদালত। অভিযোগ মিথ্যা দাবি করে আন্তর্জাতিক আদালতে আবেদন করে ভারত। এ ঘটনায় দু’ দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি