গুরুতর অসুস্থ ওস্তাদ জাকির হোসেন
প্রকাশিত : ১৯:৪৬, ১৫ ডিসেম্বর ২০২৪
কলকাতায় ঠিক এই সময়ে এক অনুষ্ঠানে আসার কথা ছিল বিশ্বখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেনের। শারীরিক অসুস্থতার জন্য বাতিল হয় তার অনুষ্ঠান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রোববার (১৫ ডিসেম্বর) তাকে ভর্তি করানো হল হাসপাতালে। আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে চিকিৎসাধীন তিনি। খবর আনন্দবাজারের
জানা যাচ্ছে, গুরুতর অসুস্থ তিনি। বিশ্বজোড়া তাঁর অসংখ্য অনুরাগী। তাই ওস্তাদ জাকির হুসেনের জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরাগীদের প্রার্থনা করতে অনুরোধ জানানো হয়েছে।
জাকির হুসেনের পরিবার সংবাদমাধ্যমকে তবলাবাদকের শারীরিক অসুস্থতার কথা প্রথম জানান। একটি বিবৃতিতে বলা হয়, তবলাবাদক, সঙ্গীতজ্ঞ, প্রাক্তন অভিনেতা তথা উস্তাদ আল্লা রাখার পুত্র উস্তাদ জাকির হুসেন অসুস্থ। গুরুতর অবস্থায় তাকে আমেরিকার সান ফ্রান্সিসকোর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরিবার তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনার অনুরোধ জানিয়েছে।
উল্লেখ্য, ১৯৫১ সালে ভারতের মুম্বাইয়ে জন্ম উস্তাদ জাকির হুসেনের। ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। মাত্র তিন বছর বয়স থেকে তবলার সফর শুরু তার। মাত্র সাত বছর বয়সে একা মঞ্চে অনুষ্ঠান করেছেন তিনি।
২০২৪ সালে জাকির হোসেনের হাত ধরেই ভারতে এসেছে গ্র্যামি পুরস্কার। ‘বেস্ট গ্লোবাল মিউজ়িক অ্যালবাম’ হিসাবে পুরস্কৃত হয় ভারতীয় ব্যান্ড ‘শক্তি’র গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’। বর্তমানে ‘শক্তি’ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হলেন শঙ্কর মহাদেবন। তবলাবাদক হিসাবে রয়েছেন জাকির হুসেন। বেহালায় গণেশ রাজাগোপালন এবং অন্য তালবাদ্যে ভি সেলভাগণেশ। গিটারে জন ম্যাকলকলিন। ২০২৩ সালের ৩০ জুন ‘দিস মোমেন্ট’ অ্যালবামটি মুক্তি পায়। মোট আটটি ট্র্যাক রয়েছে এই অ্যালবামে।
এসএস//
আরও পড়ুন