ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

গুরুতর অসুস্থ পবিপ্রবির ভিসিকে হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

পবিপ্রবি (পটুয়াখালী) সংবাদদাতা 

প্রকাশিত : ১৫:৫০, ১৪ জুলাই ২০২০

করোনার উপসর্গ নিয়ে সস্ত্রীক গুরুতর অসুস্থ হয়ে পড়া পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদকে ঢাকায় পাঠানো হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিমানবাহিনীর একটি হেলিকপ্টরযোগে ভিসি ও তার স্ত্রী কনিকা মাহফুজকে ঢাকায় প্রেরণ করা হয়। 

এর আগে গতকাল সোমবার করোনা পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দেন তারা। তবে তাদের কোভিড পরীক্ষার ফলাফল এখনও পাওয়া যায়নি।

পবিপ্রবির দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা ড. মোহাম্মদ কামরুল ইসলাম জানান, ‘করোনার উপসর্গ থাকায় ভিসি স্যারকে সস্ত্রীক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’

এছাড়া প্রফেসর ড. মো. হারুনর রশীদ ডায়াবেটিস, অ্যাজমা ও ফুসফুসের সমস্যাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন বলে জানান তিনি।

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি