গুরুত্বপূর্ণ জায়গায় সার্ভেইল্যন্স এন্ড রেসপন্স সিস্টেম স্থাপন
প্রকাশিত : ১৫:০১, ৩০ আগস্ট ২০১৮
অস্ত্র-মাদকের চোরাচালান বন্ধ এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ জায়গায় স্থাপন করা হচ্ছে আধুনিক প্রযুক্তির সার্ভেইল্যন্স এন্ড রেসপন্স সিস্টেম। বেনাপোলে এরই মধ্যে চালু হয়েছে এই প্রযুক্তি। কাজ চলছে হিলি, চাঁপাইনবাবগঞ্জ ও মিয়ানমার সীমান্তে।
রাজশাহী গোদাগাড়ী সীমান্তের চর আষাড়িয়াদহ। এই এলাকার দীর্ঘ নদীপথ পেরিয়ে মেঠো রাস্তায় যেতে হয় ভারত সীমান্তে। বর্ষায় খানাখন্দে ভরা এই পথে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।
দুর্গম এই পথ ধরে সীমান্ত সুরক্ষায় টহল দিতে হয় সাহেব নগর ও ডিয়ের মানিকচর বিওপির বিজিবি সদস্যদের। স্বল্প জনবলে সম্ভব হয় না পর্যাপ্ত নজরদারি। তাই সীমান্তে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কথা জানান বিজিবি মহাপরিচালক।
নজরদারি নিশ্চিত হলে, মানব পাচার, অস্ত্র-মাদক ও অন্যান্য চোরাচালান নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেন এই কর্মকর্তা।
সীমান্ত নিরাপত্তায় এরই মধ্যে বেনাপোল ও হিলি চেকপোস্ট সিসিটিভি নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। পরিকল্পনা রয়েছে সব চেকপোস্ট এই প্রযুক্তির আওতায় আনার।
আরও পড়ুন