ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

গুলশান-বনানী-বারিধারার নিরাপত্তার জন্য বিএবি’র চেক হস্তান্তর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০২, ৬ নভেম্বর ২০১৯

রাজধানীর গুলশান, বনানী ও বারিধারা এলাকায় অধিকতর নিরাপত্তা ব্যবস্থা জরদার করার লক্ষে সি সি ক্যামেরার জন্য সাড়ে পাঁচ কোটি টাকার চেক প্রদান করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)।

গতকাল মঙ্গলবার বিএবি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা ১১ আসনের সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ’র কাছে এ চেক হস্তান্তর করেন বিএবি’র চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান লায়ন কাজী আকরাম উদ্দিন আহমেদ, এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নুরুন নেওয়াজ, স্যোশাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, উত্তরা ব্যাংকের পরিচালক কর্নেল (অব.) এমএস কামাল, বিএবি’র রিসার্চ এন্ড ট্রেইনিং সেন্টারের মেম্বার সেক্রেটারি এ কে এম নুরুল ফজল বুলবুল এবং ডিএমপি গুলশান জোনের ডিসি সুদীপ চক্রবর্তীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি