ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

গুলিস্তান থেকে চোরাইকৃত মোবাইলসহ ৫ জন আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৮, ৭ জুলাই ২০২৪

রাজধানীর গুলিস্তান এলাকা থেকে বিপুল পরিমান চোরাইকৃত মোবাইলসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তাদের নিকট থেকে বিভিন্ন  ব্রান্ডের ১৭০ পিস মোবাইল উদ্বার  করা হয়। 

র‌্যাব সূত্র জানিয়েছে গতকাল শুক্রবার রাত  আনুমানিক ৮ টার র‌্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর শাহবাগ থানার গুলিস্তান নগর ভবনের মেইন গেইটের উত্তর পাশে ওসমানী উদ্যান এলাকায় একটি অভিযান চালিয়ে তাদের আটক করে।

র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এম. জে. সোহেল এসব তথ্য জানান। তিনি জানান, আটক ব্যক্তিরা হলো, মোঃ খোকন (৪৫), মোঃ হারুন (৪০), আব্দুর রহমান (২২), নেহাল রহমান সবুজ (৩০) ও কামাল হোসের (২৮)।

রাজধানী ঢাকার চকবাজার, মুগদা, চাঁদপুর, নারায়নগঞ্জের ফতুল্লা ও পটুয়াখালীর  গলাচিপা থানা এলাকায় তাদের গ্রামের বাড়ি  বলে জানা যায়। অভিযানকালে তাদের নিকট থেকে চোরাইকৃত ১৬৩টি মোবাইল ফোন ও ৭টি ট্যাব উদ্ধার করা হয়। 

আটককৃত বিভিন্ন ব্যান্ডের পুরাতন ব্যবহৃত মোবাইল ফোন ও ট্যাবের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ টাকা।

র‌্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গেছে,  গ্রেফতারকৃত ব্যক্তিরা মোবাইল চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ চোর ও ছিনতাইকারীদের কাছ থেকে চোরাই মোবাইল ও ট্যাব ক্রয় করে রাজধানীর গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় বিক্রি  করে আসছিল।

তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ  সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি