ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

গোপালগঞ্জের কয়েক হাজার একর জমি ৩০ বছর ধরে অনাবাদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪২, ২২ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১০:৪২, ২২ ফেব্রুয়ারি ২০১৮

দীর্ঘ ৩০ বছর ধরে অনাবাদী গোপালগঞ্জের কাজুলিয়া বিলের কয়েক হাজার একর জমি। জলাবদ্ধতার কারণে এসব জমিতে চাষাবাদ করতে পারছেন না কৃষকরা। তবে বিলের পানি নিষ্কাশন করে আবারো সোনালী ফসল ফলানো সম্ভব বলে মনে করছেন এলাকাবাসী।
১৯৮৮ সালের বন্যার পর বিপাকে পড়েন গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া বিলের ভূমি মালিকরা। বিল থেকে বর্ষার পানি না সরে বরং স্থায়ী হওয়ায় এটি পরিণত হয়েছে অনাবাদি জমিতে।  
কাজুলিয়া বিলের আশপাশে রয়েছে ৬টি বড় খাল। জমে থাকা পানি এসব খালে চলে যাওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। উপরন্তু বড় ঘাস জন্মানোয় তা পরিষ্কার করাও দু:সাধ্য হয়ে পড়েছে।
এদিকে সুষ্ঠু খননের মাধমে কাজুলিয়া বিলের স্থায়ী জলাবদ্ধতা দূর করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এছাড়া নতুন প্রকল্প হাতে নিয়ে আগামী বছর এ খাতে বরাদ্দের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কাজুলিয়া বিলের জলাবদ্ধতা দূর করে এখানকার জমি চাষযোগ্য করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর।
/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি