গোপালগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
প্রকাশিত : ১৩:৫৭, ৮ ফেব্রুয়ারি ২০২৫
![](https://www.ekushey-tv.com/media/imgAll/2020June/Jamat-2502080757.jpg)
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে (মুকসুদপুর-কাশিয়ানী আংশিক) প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিয়ানী উপজেলা শাখার প্রচার সম্পাদক এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আলহাজ্ব আশরাফ ফারুকী।
গোপালগঞ্জ এস কে কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল ও বাংলাদেশ মাজলিসুল মোফাসসেরিন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা আবদুল হামিদকে আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী করতে যাচ্ছে জামায়াত।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিয়ানী উপজেলা শাখার প্রচার সম্পাদক এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আলহাজ্ব আশরাফ ফারুকী বলেন, গোপালগঞ্জের হাতেগোনা যে ক'জন আলেম সারাদেশে পরিচিত, তাদের একজন মাওলানা আব্দুল হামিদ। জ্ঞান ও গবেষণায় তিনি সমকালীন আলেমদের মধ্যে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার মতো একজন আলেমকে বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনের জন্য প্রার্থী হিসেবে মনোনীত করেছে।
তিনি আরও বলেন, আমি মনে করি, প্রার্থী হিসেবে তিনি যোগ্য ও মানুষ হিসেবে ভদ্র। আমি তার মঙ্গল কামনা করি।
নির্বাচন সামনে রেখে নিজেদের সাংগঠনিক অবস্থান শক্তিশালী করাসহ নানামুখী কর্মকাণ্ড পরিচালনা করছে মাওলানা আবদুল হামিদ। তারই ধারাবাহিকতায় বুধবার (৫ফেব্রয়ারী) বিকালে জেলা উপজেলা দলীয় নেতাকর্মীদের নিয়ে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি।
এএইচ
আরও পড়ুন