গোলাপী বলে খেলতে নেমেছে শ্রীলঙ্গা
প্রকাশিত : ১৬:৩৩, ৬ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৮:৩৩, ৬ অক্টোবর ২০১৭
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার পর গোলাপী বলের দিবারাত্রির টেস্ট খেলতে নেমেছে শ্রীলঙ্কা। দুবাইয়ে আজ শুক্রবার শুরু হওয়া সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি হচ্ছে দিবারাত্রীর। সে ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্গান দলপতি দিনেশ চান্দিমাল।
২০১৫ সালে এডিলেইডে প্রথম গোলাপী বলে দিবারাত্রীর টেস্ট খেলে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এরপর পাকিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকাও ফ্লাডলাইটের কৃত্রিম আলোয় টেস্ট খেলেছে।
পাকিস্তানের বিরুদ্ধে দুই ম্যাচ টেস্ট সিরিজে ইতোমধ্যে ১-০ তে এগিয়ে আছে শ্রীলঙ্গা । আবুধাবিতে প্রথম টেস্টে পাকিস্তানকে ২১ রানে পরাজিত করে দিনেশ চান্দিমালের দল।
এমআর/ডব্লিউএন