ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে যারা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৭, ২৪ জুন ২০১৮ | আপডেট: ১৬:১৯, ২৪ জুন ২০১৮

প্রতিবছর সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় ‘গোল্ডেন বুট’ পুরস্কার। বিশ্বকাপে ফিফার প্রবর্তিত সেরা পুরস্কারগুলোর মধ্যে এটি একটি। গোল্ডেন বুট `গোল্ডেন শু` হিসেবেও পরিচিত, বাণিজ্যিকভাবে বলা হয় "অ্যাডিডাস গোল্ডেন শু"। ১৯৩০ সালে সর্বপ্রথম আসরের শীর্ষ গোলদাতার জন্য এ পুরস্কার প্রদান করা হয়।  

ব্রাজিল বিশ্বকাপে সর্বোচ্চ ৬ গোল করে গোল্ডেন বুট জয়ী হয়েছিলেন কলম্বিয়ান ফুটবলার জেমস রড্রিগেজ। তবে রাশিয়া বিশ্বকাপে এখনো গোলের দেখা পাননি তিনি। এবারের বিশ্বকাপে যারা গোল্ডেন বুট জয়ের দৌড়ে এগিয়ে আছেন চলুন জেনে নিই তাদের নাম-

১. ক্রিশ্চিয়ানো রোনালদো:  

পর্তুগীজ তারকা রোনালদো। দুই ম্যাচে একটি হ্যাটট্রিকসহ ৪ গোল করে এখন পর্যন্ত গোল্ডেন বুট জয়ের দৌড়ে সবার চেয়ে এগিয়ে রয়েছেন। সামনের ম্যাচগুলো ভালো করতে পারলে তিনিই পাবেন এই সোনার জুতো।

২. রোমেলো লুকাকো:

বেলজিয়ামের ফুটবলার রোমেলো লুকাকোও ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে সমানে লড়ে যাচ্ছেন। দুই ম্যাচে দুইবার জোড়া গোল করে তার গোল সংখ্যাও চারটি। 

৩. এবারের বিশ্বকাপে ৩টি করে গোল করেছেন রাশিয়ার ডেনিশ চেরিশেভ ও স্পেনের দিয়াগো কস্তা।

৪. দুটি করে গোল করেছেন মোট ৭ জন। তারা হলেন- ইংল্যান্ডের হ্যারি কেন, ব্রাজিলের পিলিপ্পি কুতিনহো, বেলজিয়ামের ইডেন হেজার্ড, ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ, নাইজেরিয়ার আহমেদ মুসা, অস্ট্রেলিয়ার মাইল জেডিনাক ও রাশিয়ার অরটেম জিয়ুবা।  

এসি 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি