ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

গোল না করেও জয়ের নায়ক রোনালদো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৯, ১৮ ফেব্রুয়ারি ২০২৩


সৌদি লিগে গোল না করেও আল নাসেরের জয়ের নায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। আল তাউওনের বিপক্ষে ২-১ গোলে জিতেছে আল নাসের।

কিং সাউদ স্টেডিয়ামে ১৭ মিনিটেই এগিয়ে যায় আল নাসের। রোনালদোর পাসে গোল করেন আব্দুর রহমান গারিব। 

প্রথমার্ধে আরও কিছু সুযোগ পায় নাসের। তবে বল লক্ষ্যে রাখতে না পারায় এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় তারা। 

দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরে আল তাউওন। পয়েন্ট হারানো শঙ্কায় পড়ে আল নাসের। 

আর ঠিক তখনই দলের ত্রাতা হয়ে হাজির হন রোনালদো। আব্দুল্লাহ মাদুকে দিয়ে জয় সূচক গোলটিও করান সিআর সেভেন।

এই জয়ে ১৭ ম্যাচে ১২ জয় ৪ ড্র ও ১ হারে ৪০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে আল নাসর। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকা আল ইত্তিহাদ রয়েছে দুইয়ে। তিনে থাকা আল শাবাবেরও সমান পয়েন্ট। যদিও এক ম্যাচ বেশি খেলেছে ক্লাবটি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি