ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

গোয়েন্দা সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে র‌্যাবঃ বেনজীর আহমেদ

প্রকাশিত : ১৫:১৫, ২৬ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:১৭, ২৬ মার্চ ২০১৬

ধর্মভিত্তিক জঙ্গিবাদ ও অপরাধ দমনে গোয়েন্দা সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে র‌্যাব। বাহিনীর দ্বাদশ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন মহাপরিচালক বেনজীর আহমেদ। সদর দপ্তরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় র‌্যাব ফোর্সেস এর দ্বাদশ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান। এরপর হয় র‌্যাব ফোর্সেস এর দরবার। এতে বক্তব্য রাখেন র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। এ সময় সন্ত্রাসীদের হাতে নিহত ১৮ র‌্যাব সদস্যের পরিবারকে সংবর্ধনা দেয়া হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন র‌্যাব মহাপরিচালক। এ সময় র‌্যাবের সফলতা তুলে ধরার পাশাপাশি নানা উদ্যোগের কথা জানান তিনি। দেশ বিরোধী তৎপরতা প্রতিরোধে র‌্যাব সব সময়ই আন্তরিকভাবে কাজ করছে বলে মন্তব্য করেন তিনি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি