ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

গৌতম গম্ভীরকে খুনের হুমকি আইএসের 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৭, ২৪ নভেম্বর ২০২১

ভারতের সাবেক ক্রিকেটার, বর্তমানে দিল্লির বিজেপির সাংসদ গৌতম গম্ভীরকে খুনের হুমকির অভিযোগ উঠেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি সংগঠনের কাশ্মীর শাখার বিরুদ্ধে। গম্ভীরের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ।

সাবেক এই ক্রিকেটার জানিয়েছেন, ইমেলের মাধ্যমে তাকে এবং তার পরিবারকে খুনের হুমকি দেওয়া হয়েছে। 

গম্ভীরের রাজেন্দ্রনগরের বাসভবনের সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (সেন্ট্রাল) শ্বেতা চৌহান।

পুলিশের এই কর্মকর্তা বলছেন, হুমকির ইমেলটি যাচাই করে দেখা হচ্ছে।

এর আগে ২০১৯ সালে চিঠি দিয়ে হুমকি দেওয়া হয়েছিল গম্ভীরকে। সে সেময় আন্তর্জাতিক একটি নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

আরএমএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি