ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

গ্যাস বেলুন বিস্ফোরণে ছাত্রলীগের ১০ কর্মী অগ্নিদগ্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪০, ৬ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:৪৩, ৬ জানুয়ারি ২০১৮

ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে যোগ দিতে যাওয়ার সময় বাসের মধ্যে গ্যাস বেলুন বিস্ফোরণে ১০ জন অগ্নিদগ্ধ হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ফার্মগেট এলাকায় রায়দা পরিবহনের একটি বাসে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিদগ্ধেদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া এ তথ্য জানান। অগ্নিদগ্ধেদের মধ্যে রয়েছেন- সৌরভ, আকাশ, রানা, রিফাত, রায়হান, মেহেদী হাসান হিরা, রৌশন, কাব্যসহ উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের ১০ কর্মী।

বাবুল মিয়া আরও জানান, উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের নেতাকর্মীরা ওই বাস ভাড়া করে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে যোগ দিতে ঢাবিতে যাচ্ছিলেন। তাদের সবার কাছে গ্যাস বেলুন ছিল। হঠাৎ করে গ্যাস বেলুনগুলো বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এতে ১০ জন নেতাকর্মী মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন।

এসএইচ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি