ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গ্যাস সংকটে প্রায় সারাদিনই বন্ধ থাকছে অনেক সিএনজি ফিলিং স্টেশন

প্রকাশিত : ১৫:৩৬, ২৫ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:৩৬, ২৫ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

তীব্র গ্যাস সংকটে প্রায় সারাদিনই বন্ধ থাকছে অনেক সিএনজি ফিলিং স্টেশন। এমনকি ছুটির দিনে কোন কোনটিতে গ্যাস থাকলেও চাপ কম থাকায় লেগে যায় গাড়ির দীর্ঘ লাইন। গ্যাস না পেয়ে চরম ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। তবে, কবে নাগাদ সমস্যার সমাধান হবে তা বলতে পারছেন কেউই। cngপরিবেশ বান্ধব জ্বালনীর তকমা লাগিয়ে প্রক্রিয়াজাতকৃত তরল গ্যাস জালানী ব্যবহার শুরু হয় ১৯৮৮ সালে। চাহিদা বেড়ে যাওয়ায় ২০০৯ সাল থেকে নতুন সিএনজি স্টেশনের অনুমোদ দেয়া বন্ধ রাখে সরকার। তারপরও গ্যাস সংকট রয়েছে রাজধানীসহ দেশের প্রায় এক তৃতীয়াংশ সিএনজি ফিলিং স্টেশনে। এটি রাজধানী মিরপুরের একটি সিএনজি ফিলিং স্টেশন। শুনশান নিরবতা। সামনে সাইন বোর্ডই বলে দিচ্ছে সব কিছু। রাজধানীর বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশনেরও একই চিত্র। সিএনজি স্টেশনগুলোর কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেল গ্যাস সংকটের কারনে বেশিরভাগ সময়ই বন্ধ রাখতে হচ্ছে ফিলিং স্টেশন। গ্যাস না থাকায় ফিলিং হতে সময় বেশি লাগায় চরম ভোগান্তিতে গ্রাহকরা। তিতাসের মিটার অনুযায়ি ১৫ পিএসআই গ্যাস থাকার কথা থাকলেও এই স্টেশনটিতে রয়েছে মত্র ৫ পিএসআই। সংকট না কাটলে গ্রাহককে ঠিকমত গ্যাস দেয়া সম্ভব হবে না বলে জানালেন সিএনজি ওনার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক। শিগগিরই সংকটের সমাধানও চান তিনি। তবে এ বিষয়ে তিতাসের দায়িত্বশীল কেউ কথা বলতে রাজি হয়নি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি