গ্রাম-গঞ্জে বিদ্যুৎ বন্ধ রেখে রাজধানীতে সরবরাহ করা হচ্ছে- রিজভি
প্রকাশিত : ২৩:২১, ৬ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২৩:২১, ৬ ফেব্রুয়ারি ২০১৬
গ্রাম-গঞ্জে বিদ্যুৎ বন্ধ রেখে রাজধানীতে সরবরাহ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি।
বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি এ’কথা বলেন। রিজভী আরো বলেন, বিদ্যুতের অভাবে দেশের অনেক জায়গায় কল-কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। ফলে বেকারত্ব বাড়ছে। শুধু ফ্লাইওভার নির্মাণ আর ভিত্তিপ্রস্তর স্থাপনের নাম উন্নয়ন নয় বলেও মন্তব্য করেন তিনি। দেশের প্রকৃত উন্নয়নের জন্য গণতন্ত্রকে বিকশিত করতে হবে বলেও উল্লেখ করেন রুহুল কবির রিজভী।
আরও পড়ুন