গ্রিজম্যানের ঘরে ফেরা
প্রকাশিত : ১১:১২, ২২ জুলাই ২০১৮
রাশিয়া বিশ্বকাপে দারুন নৈপূণ্য দেখানোয় গ্রিজম্যানকে মনে রাখবে বিশ্ব। নিজে ভালো খেলেছেন দলকেও শিরোপা পাইয়ে দিয়েছেন। বলা চলে ষোলকলা পূর্ণ হয়েছে ফরাসি এ তারকার।
বিশ্বকাপ জেতার পরে নিজের শহর ম্যাকঁতে গেলেন ফ্রান্সের তারকা আঁতোয়া গ্রিজম্যান। সেখানে উষ্ণ অভ্যর্থনা অপেক্ষা করছিল তাঁর জন্য। স্ত্রী-কন্যাকে নিয়ে ভক্তদের ভালোবাসায় সিক্ত তিনি।
ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ জিতে গত সোমবারই ফ্রান্স দলের সঙ্গে প্যারিসে ফিরেছেন তিনি। কিন্তু নিজের শহর ম্যাকোঁতে যাওয়ার সুযোগ পাননি। অবশেষে ঘরে ফিরলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক গ্রিজ়ম্যান।
দক্ষিণ-মধ্য ফ্রান্সের শহর ম্যাকোঁতেই ১৯৯১ সালের ২১ মার্চ জন্ম গ্রিজ়ম্যানের। স্থানীয় ক্লাব ম্যাকোঁতেই শুরু হয়েছিল তাঁর ফুটবল শিক্ষা। শনিবার ঘরের ছেলেকে স্বাগত জানাতে উন্মাদনা ছিল তুঙ্গে। হাজার দু’য়েক মানুষ এসেছিলেন গ্রিজ়ম্যানকে দেখতে। উচ্ছ্বসিত ফরাসি তারকাও।
মস্কোয় ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে জেতা বিশ্বকাপের ট্রফিও সঙ্গে এনেছিলেন ফরাসি স্ট্রাইকার। সঙ্গে ছিলেন স্ত্রী, মেয়ে ও পরিবারের অন্যান্য সদস্য।
সূত্র : আনন্দবাজার।
/ এআর /