ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

গ্রিন রোডে ভবনে হঠাৎ বিস্ফোরণ, দগ্ধ ৪

প্রকাশিত : ১৩:২৮, ৩০ জুন ২০১৯

রাজধানীর গ্রিন রোডে একটি ভবনের নিচতলায় হঠাৎ বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধ ব্যক্তিরা ওই কক্ষে রং ও কাঠের কাজ করছিলেন।

রোববার সকাল ১০টার দিকে ডক্টরস চেম্বার নামে ভবনের আরটেক্স শোরুমে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- রাশেদ (৩৫), ফয়েজ (৩০), সুজন (১৯) ও লতিফ (২০)। তরিকুল নামে এক কলেজছাত্র তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আহতরা জানান, গ্রিন রোডের ওই ভবনের নিচতলায় রুম ডেকোরেশনের কাজ করার সময় বিস্ফোরণে হঠাৎ আগুন লেগে যায়। রুমের ভেতরে থাকা এসি বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে তাদের ধারণা।

দগ্ধ চারজনকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না বলে জানান হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল। বলেন-ফয়েজের ৪০ শতাংশ, রাসেলের ৬২ শতাংশ, সুজনের ১৮ শতাংশ এবং রকিবের ৩৭ শতাংশ দগ্ধ হয়েছে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আরাফাত বলেন, গ্রিন রোডে একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি। কী ঘটেছে তা জানার জন্য টিমও পাঠিয়ে দেওয়া হয়েছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি