ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

গ্রিস উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, ৩ শিশুর মরদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৭, ১০ এপ্রিল ২০২৪

গ্রিস উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এরই মধ্যে সেখান থেকে অন্তত তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। কোস্ট গার্ড কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে ভুক্তভোগী শিশুদের মায়েরা তাদের নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেন। যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের বয়স যথাক্রমে পাঁচ, সাত ও দশ বছর।

তুরস্ক থেকে ছেড়ে আসা নৌকাটি গ্রিস উপকূলে ডুবে যায়। এরপর নৌ বাহিনীর তিনটি জাহাজ ১৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেন।

তবে কতজন ওই নৌকাটিতে ছিলেন তা স্পষ্ট নয়। তবে গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেটিতে অন্তত ২৭ জন ছিলেন। তাদের মধ্যে অধিকাংশই আফগান নাগরিক।

শরণার্থীবিষয়ক হাইকমিশনার জানিয়েছেন, চলতি বছর এখন পর্যন্ত গ্রিসের দ্বীপগুলোতে ১১ হাজার ৩০০-এর বেশি অভিবাসনপ্রত্যাশী পৌঁছেছেন।

জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৩ সালে প্রায় ৪৫ হাজার অভিবানসনপ্রত্যাশী গ্রিসে পৌঁছায়। নৌপথে যাতায়াতের সময় প্রায়ই দুর্ঘটনার শিকার হন অভিবাসনপ্রত্যাশীরা। সম্প্রতি বিভিন্ন রুটে অবৈধপথে ইউরোপ যাওয়ার প্রবণতা বেড়েছে।

সূত্র: এএফপি

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি