ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

গ্রীষ্মের তাপদাহে দেখা দিয়েছে নানা রোগ, বিপর্যস্ত জনজীবন

প্রকাশিত : ১২:৫৯, ২৭ এপ্রিল ২০১৬ | আপডেট: ১২:৫৯, ২৭ এপ্রিল ২০১৬

গ্রীষ্মের তাপদাহে জনজীবন বিপর্যস্ত। সেই সঙ্গে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডায়ারিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর ৮০ শতাংশই  শিশু ও বৃদ্ধ। সুস্থ থাকতে উন্মুক্তস্থানে তৈরী খাবার পরিহার ও ফুটানো পানি পানসহ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এদিকে, সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস। আগামী কয়েকদিন তাপদাহ বিরাজ করবে বলেই মিলেছে পূর্বাভাস। কয়েক দিনের তাপদাহে হাপিয়ে উঠেছেন নগরবাসী। সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। ক্লান্তি দূর করতে কাজের ফাকে বিশ্রাম নেন অনেকে। তবে, তৃষ্ণা মিটাতে রাস্তার পাশে উন্মুক্ত খাবারের চাহিদা পথচারীদের। গরমের তীব্রতায় বাতাসে জলীয়বাষ্পের পরিমাণও কমেছে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা না থাকায় এ পরিস্থিতি আরো কয়েকদিন বিরাজ করবে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক। এদিকে, গ্রীষ্মের গরমে ডায়ারিয়ায় আক্রান্ত হচ্ছে মানুষ। গত কয়েক দিনে আইসিডিডিআরবিসহ বিভিন্ন হাসপাতালে রোগী বেড়েছে আরো কয়েকগুন। তবে আতঙ্কিত না হয়ে রোগ প্রতিরোধে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ঘরে তৈরি খাবার খাওয়া, বিশুদ্ধ পানি পান ও পাশাপাশি রসালো ফলমূল খাওয়ারও পরামর্শ দিয়েছেন তারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি