ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘গড়ে আড়াই কোটি মিনিট অবৈধ ভিওআইপি কল আসছে প্রতিদিন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৮, ৮ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশনের চেয়ারম্যান জহুরুল হক বলেছেন, প্রতিদিন অবৈধভাবে দেশে প্রায় আড়াই কোটি মিনিট ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল বা ভিওআইপি কল আসছে। এমন অবৈধ ভিওআইপি কল টার্মিনেশনের শীর্ষে রয়েছে মোবাইল অপারেটর টেলিটক। আজ সোমবার বিটিআরসির সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মলেন এসব তথ্য জানান তিনি।

তিনি আরও বলেন, এসব ভিওআইপি কল টার্মিনেশনের সঙ্গে জড়িত অপারেটরগুলো এবং এখাতে জড়িত সংশ্লিষ্টদের বিরুদ্ধে উন্নত প্রযুক্তি নিয়ে র‌্যাবের সহায়তায় নিয়মিত অভিযান চলছে।

বিটিআরসির চেয়ারম্যান আরও বলেন, ৯ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত বিটিআরসি ও র‌্যাবের যৌথ অভিযানে রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, বাড্ডাসহ বিভিন্নস্থান থেকে ১০ হাজার ৯৪৭ টি অবৈধ সিম ও ৩৭ লাখ টাকা মূল্যের অবৈধ ভিওআইপি সরঞ্জাম জব্দ করা হয়। এসব ঘটনার সঙ্গে জড়িত আটজনকে আটক করা হয়।

তিনি বলেন, আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের থেকে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। এসব অবৈধ ভিওআইপি কল নিয়ন্ত্রণ হলে সরকারের প্রায় ৫০ কোটি টাকা বছরে সাশ্রয় হবে বলে জানান তিনি।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি