ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঘন কুয়াশা, তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৪, ১৬ নভেম্বর ২০২৪ | আপডেট: ১১:৪০, ১৬ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

হিমালয়ের কাছাকাছি হওয়ায় তুলনামূলক শীতের প্রকোপ বেশি দেখা যায় উত্তরের জেলাগুলোতে। কার্তিক মাসের শুরু থেকে শীতের আমেজ বইতে শুরু করেছে উত্তরের জেলা পঞ্চগড়ে। মধ্যে রাত থেকে সকাল ৯টা পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকে চারদিক।

আজ শনিবার (১৬ নভেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, গতকাল সকালে জেলার তেঁতুলিয়ায় ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আজ সকাল ছয়টায় ছিল  ১৭ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরের জেলা পঞ্চগড়ে শ্বেত শুভ্র কুয়াশার চাদর নিয়ে শীতকে আহ্বান জানাচ্ছে হেমন্ত। দিনে উত্তাপহীন ঝলমলে রোদ থাকলেও ভোর থেকে সকাল পর্যন্ত শ্বেতশুভ্র ভূষণে ঢাকা থাকছে গোটা জেলা। আমন ধান ক্ষেত আর সবুজ ঘাসের পাতায় জমে থাকা শিশির বিন্দুর বর্ণিল দৃশ্য নিয়ে উদিত রাঙা সকালে ভারী যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। 

সবুজ ঘাসের ডগায় শিশির বিন্দু যেন মুক্তোর গালিচা সাজিয়ে স্বাগত জানাচ্ছে শীতের কোমল পরশের আগমন বার্তা।

স্থানীয়রা বলছেন, গত কয়েকদিন ধরে ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার দেখা মিলছে। একই কারণে রাতে বেশ ঠাণ্ডা অনুভূত হওয়ায় গায়ে মোটা কাপড় ব্যবহার করছেন তারা।

এদিকে ঋতুর পালাবদলে প্রকৃতি তার আপন সৌন্দর্য ফুটিয়ে তুললেও জেলার শিশু ও বৃদ্ধদের অনেকেই আক্রান্ত হয়েছে ঠাণ্ডাজনিত রোগে। পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের জরুরি বিভাগ জানিয়েছে প্রতিদিন পাঁচ শতাধিক রোগী বর্হিবিভাগে চিকিৎসা পরামর্শের জন্য আসে। 

এর অধিকাংশই ঠাণ্ডাজনিত ডায়রিয়া, সর্দি-কাশি, গলাব্যথা রোগে আক্রান্ত।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি