ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

ঘরমুখো মানুষের চাপ থাকলেও মহাসড়কে নেই যানজট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৭, ২০ এপ্রিল ২০২৩

রাস্তায় ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। তবে মহাসড়কগুলোতে নেই যানজট। গাড়ির চাপ থাকলেও চলছে স্বাভাবিক গতিতে।

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বৃহস্পতিবার সকাল থেকেই ঘরমুখী মানুষের ভিড় দেখা গেছে। তবে অভিযোগ রয়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের। অনেককেই ঝুঁকি নিয়ে পিকআপ ভ্যান ও ট্রাকে করে যেতে দেখা গেছে। 

চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকায় যানবাহনের চাপ দেখা গেছে সকাল থেকেই। 

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের কিছুটা চাপ থাকলেও নেই যানজট। স্বাভাবিক গতিতে চলছে যানবাহন। 

দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষের বেশিরভাগেরই যাত্রা পদ্মাসেতু দিয়ে। এক্সপ্রেসওয়েতে কোনো যানজট, নিরাপদে ঘরে পৌঁছে যাচ্ছেন ঈদযাত্রার মানুষেরা।

এদিকে, সকাল ৬টা থেকে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। সকাল থেকেই সেতু পার হওয়ার জন্য অপেক্ষায় ছিলেন হাজারো মোটরসাইকেল আরোহী। জাজিরা প্রান্ত দিয়ে নিয়ম মেনে সেতুতে ওঠেন তারা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি