ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঘরের মাঠে পয়েন্ট হারাল বার্সেলোনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৫, ১১ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় ঘরের মাঠে জিরোনার সঙ্গে ড্র করেছে বার্সেলোনা। জিতলেই প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ১৫ পয়েন্টে এগিয়ে যেত জাভির দল।

সোমবার রাতে কাম্প নউয়ে ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

চার বছর পর আবারও লা লিগা চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বার্সাকে ক্যাম্প ন্যুতে জিততে দেয়নি জিরোনা। যদিও নিজেদের মাঠে পুরো ম্যাচ জুড়ে রাজত্ব করেছে কাতালানরা। সুযোগও ছিল অনেক। 

তবে, কখনও নিজেদের ব্যর্থতায় আবার কখনও প্রতিপক্ষের গোলরক্ষকের দৃঢ়তায় সাফল্য পায়নি বার্সেলোনা। শেষ পর্যন্ত পয়েন্ট হারানোর হতাশা নিয়ে মাঠ ছাড়ে জাভির শিষ্যরা।

২৮ ম্যাচে ২৩ জয় ও ৩ ড্রয়ে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি