ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ঘরে বসেই খেলা দেখবেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৩, ১৮ ডিসেম্বর ২০২২

নিজ বাড়িতে বসেই কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে নিজ দেশের খেলা দেখবেন বলে জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।

এক টুইট বার্তায় তিনি বলেন, ‘রোববার লাখ লাখ দেশবাসীর মতো আমিও ঘরে বসে উপভোগ করব বিশ্বকাপের ফাইনাল। আমার লোকদের সঙ্গে আমি এই চমৎকার মুহূর্তটি কাটাতে চাই।’

তিনি বলেন, ‘মাঠে থাকবে আমাদের শ্রেষ্ঠত্ব, আর স্ট্যান্ডে থাকবে আমাদের গর্বিত ভক্তরা।’

ফার্নান্দেজ হচ্ছেন আর্জেন্টিনোস জুনিয়রের একজন একনিষ্ঠ অনুরাগী, যে দল থেকে বেরিয়ে এসেছেন কিংবদন্তী ফুটবল সুপার স্টার প্রয়াত দিয়াগো ম্যারাডোনা। অবশ্য প্রতিপক্ষ ফরাসি দলের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ মাঠে বসে ম্যাচটি উপভোগ করবেন বলে ঘোষণা করেছে কর্মকর্তারা। 

এর আগে গত বুধবার মরক্কোর বিপক্ষে সেমি-ফাইনাল ম্যাচও মাঠে বসে উপভোগ করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি