ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঘুমন্ত তৈমুরকে নিয়ে কোথায় গেলেন তারা?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫২, ২৬ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

তৈমুর আলী খান কোথায় গেলেন! সাইফ-কারিনা ভক্তদের এই ছোট নবাবকে নিয়ে যেন আগ্রহের শেষ নেই। তাকে নিয়েই চলছে এখন জল্পনা! সোমবার ক্রিসমাসের রাতেই নাকি ঘুমন্ত তৈমুরকে নিয়ে দেশ ছেড়েছেন তার বাবা-মা। এরপর থেকেই তা নিয়ে নানা কথা।

আনন্দবাজার পত্রিকা বলছে, কোলে ঘুমন্ত তৈমুর! ঠিক এমন ছবিই ক্রিসমাসের রাতে ফ্রেমবন্দি হয়েছে। ঘুমন্ত তৈমুরকে নিয়েই নাকি দেশ ছাড়লেন সাইফ-কারিনা।

কিন্তু কোথায় গেলেন তারা? শোনা যাচ্ছে, তৈমুরকে নিয়ে ছুটি কাটাতে ইউরোপ উড়ে গেলেন খান দম্পতি। সেখানেই নাকি নতুন বছরের শুরুটা করতে চান তারা।

দিন কয়েক আগেই পাতৌদি হাউজে তৈমুরের প্রথম জন্মদিন সেলিব্রেট করা হয়েছে। তারপর ছিল ক্রিসমাস সেলিব্রেশন। কিন্তু ২৫ ডিসেম্বর রাতেই নাকি ছুটি কাটাতে ইউরোপ গেলেন সাইফ-কারিনা।

এর আগে বাবা-মায়ের সঙ্গে সুইজারল্যান্ড গিয়েছিল ছোট নবাব। সেই অর্থে এটি তার দ্বিতীয় বিদেশ যাত্রা।

শোনা যাচ্ছে, নতুন বছরের শুরুতে ছুটি কাটিয়ে দেশে ফিরবেন সাইফ-কারিনা। সব কিছু ঠিক থাকলে আগামী ১২ জানুয়ারি মুক্তি পাবে সইফের আগামী ছবি ‘কালাকান্ডি’।    

 

এসি/  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি