ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ঘুরে দাঁড়তে মরিয়া ভারত, অজিদের লক্ষ্য সিরিজ জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৯, ২৩ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১৮:২৫, ২৩ সেপ্টেম্বর ২০২২

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার লড়াইয়ে শুক্রবার দ্বিতীয় ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত। অপরদিকে টানা দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চায় সফরকারীরা।

নাগপুরের বিদর্ভা ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

এর আগে মোহালিতে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে দুইশর বেশি রান করেও অস্ট্রেলিয়ার কাছে হারতে হয় স্বাগতিকদের। ফলে সিরিজে টিকে থাকতে হলে, দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় ছাড়া বিকল্প পথ নেই টিম ইন্ডিয়ার। 

তাইতো সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামছে ভারত। অন্যদিকে, জয়ের ধারা অব্যাহত রেখে আগেভাগেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় প্রথম ম্যাচে দারুণ জয়ে আত্মবিশ্বাসী সফরকারী অস্ট্রেলিয়া।

ফেভারিটের তকমা নিয়েই বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল ভারত। ম্যাচে ব্যাট হাতে নেমে সেটা বুঝিয়েও দেন টিম ইন্ডিয়ার ব্যাটাররা। হার্দিক পান্ডিয়ার বিধ্বংসী ইনিংসের সঙ্গে লোকেশ রাহুলের হাফ-সেঞ্চুরি ও সূর্যকুমারের মারমুখী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় স্কোর গড়ে (২০৮ রান) টিম ইন্ডিয়া।

ইনিংসের ১২তম ওভারে ক্রিজে এসে মাত্র ৩০ বল খেলে অপরাজিত ৭১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন পান্ডিয়া। ৭টি চার ও ৫টি ছক্কা মারেন তিনি। এছাড়া ৩৫ বলে ৫৫ রান করেন রাহুল। আর ২৫ বলে ৪৬ রানের ইনিংস খেলেন সূর্য।

২০৯ রানের বিশাল লক্ষ্যের জবাবটাও দারুণভাবে দেয় অস্ট্রেলিয়া। ওপেনার ক্যামেরন গ্রিনের ব্যাটিং ঝড়ে ১০ ওভারেই শতরান পেয়ে যায় অজিরা। ৩০ বলে ৬১ রান করে থামেন গ্রিন। তার বিদায়ের পর মিডল-অর্ডার ব্যাটাররা সুবিধা করতে না পারায় শেষ ৩৫ বলে জিততে ৬৪ রান দরকার পড়ে অজিদের।

কঠিন সেই কাজকে সহজ করেন উইকেটরক্ষক ম্যাথু ওয়েড। ২১ বলে ৪৫ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন তিনি। এতে ৪ বল বাকী থাকতেই ৪ উইকেটের দারুণ জয় পায় অস্ট্রেলিয়া।

জয়ের ধারাটা অব্যাহত রেখে সিরিজ নিজেদের করে নিতে চান ওয়েড। তিনি বলেন, ‘২শ রান চেজ করে ম্যাচ জয়, সত্যিই কঠিন কাজ ছিল। তবে এই জয় আমাদের বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে। তাই আজও ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চাই আমরা।’

এদিকে, বোলার ও ফিল্ডারদের বাজে পারফরমেন্সে ম্যাচ হারতে হয়েছে বলেই জানান ভারত অধিনায়ক রোহিত শর্মা। তবে ঘুরে দাঁড়াতে মরিয়া রোহিত বলেন, ‘আমরা ভালো বোলিং করতে পারিনি। ফিল্ডিংয়ে ক্যাচ ফেলেছি। দু’শো রানের পুঁজি অনেক। এই পুঁজিতে জয় পাওয়া উচিত ছিল। সিরিজে টিকে থাকতে পরের ম্যাচে জিততেই হবে আমাদের।’

এখন পর্যন্ত ২৪টি টি-টোয়েন্টিতে একে অপরের মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। এরমধ্যে ১৩টি জয় ভারতের। ১০টিতে জিতেছে অস্ট্রেলিয়া। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।  

এদিকে, আজ পুরোপুরি ফিট হলে উমেশ যাদবের জায়গায় বুমরাহকে খেলাতে পারে ভারত। এছাড়া যুজবেন্দ্র চাহালের পরিবর্তে অশ্বিনকে খেলানোর কথাও ভাবতে পারে স্বাগতিকরা।

অন্যদিকে, অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়ার। যদি তারা জশ হ্যাজলউড বা প্যাট কামিন্সের একজনকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে শন অ্যাবটকে দেখা যেতে পারে একাদশে।

ভারত একাদশ (সম্ভাব্য):
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), অক্সার প্যাটেল, হার্শাল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ/উমেশ যাদব, যুজবেন্দ্র চাহাল/রবিচন্দ্রন অশ্বিন।

অস্ট্রেলিয়া একাদশ (সম্ভাব্য):
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ, টিম ডেভিড, ম্যাথিউ ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, ন্যাথান এলিস, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি