ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ঘুরে দাঁড়ানো মন্ত্রে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান

আকাশ উজ্জামান, একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৫, ২৩ অক্টোবর ২০২৩

বিশ্বকাপে ঘুরে দাঁড়ানো মন্ত্রে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। টানা দুই হারে সেমির দৌড়ে বেশ পিছিয়ে বাবর বাহিনী। এই ম্যাচে দলে একাধিক পরিবর্তন আসতে পারে। এদিকে, বিশ্বকাপে দ্বিতীয় জয় তুলে নিতে মরিয়া আফগানিস্তান। চেন্নাইয়ে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।

ফেবারিটের তকমা নিয়ে বিশ্বকাপে শুরুটা দুর্দান্ত করে পাকিস্তান। নেদারল্যান্ডসকে নাস্তানাবুদ করার পর শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছিলো রেকর্ড গড়ে। তবে ভারতের বিপক্ষে বড় পরাজয় আর সবশেষ অস্ট্রেলিয়ার কাছে হেরে পয়েন্ট টেবিলে অবনতি ছাড়াও মনস্তাত্ত্বিকভাবে পিছিয়ে পড়েছে ৯২এর চ্যাম্পিয়নরা।

দলের সেরা ব্যাটসম্যান বাবর আজমও রয়েছেন রানখরায়। সেইসাথে তার ক্যাপ্টেনসি নিয়েও উঠেছে নানা প্রশ্ন। শাহীন-রউফদের পেইস ডিপার্টমেন্টের সাথে ভেরিয়েশন নেই স্পিনেও। অজি ম্যাচে লেগস্পিনার উসামা মিরকে দলে ভিরিয়েও সফলতা আসেনি। 

এবার প্রতিপক্ষ এশিয়ার নতুন পরাশক্তি আফগানিস্তান। ব্যাটিংয়ে গুরবাজ-রহমতদের পাশাপাশি এই মূহুর্তে বিশ্বসেরা স্পিন অ্যাটাকও তাদের। তবে এ নিয়ে ভাবছে না পাকিস্তান।  ছন্দে ফেরার পাশাপাশি বড় জয় তুলে নিয়ে রান রেটেও এগিয়ে যেতে চায় বাবর বাহিনী।

এদিকে, প্রথম দুই ম্যাচ হারলেও তৃতীয় ম্যাচে অঘটনের জন্ম দিয়েছে আফগানরা। ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে দলটি। পাকিস্তানের বিপক্ষেও চমক দেখানোর অপেক্ষায় জোনাথন ট্রটের শিষ্যরা।

এসবি/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি