ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঘুষের মামলায় ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ পেছালো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৯, ৭ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ১০:৪০, ৭ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

পর্নো তারকা স্টর্মির মুখ বন্ধ রাখতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘুষ সংক্রান্ত মামলার সাজা ঘোষণার তারিখ নির্বাচনের পর পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে। 

নিউ ইয়র্কের বিচারক জুয়ান মেরচান এই সিদ্ধান্ত নেন। ১৮ সেপ্টেম্বর সাজা ঘোষণার তারিখ নির্ধারিত ছিল, যা এখন ২৬ নভেম্বর করা হয়েছে। 

রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প তার আইনজীবীদের মাধ্যমে আদালতে আবেদন করেন সাজা ঘোষণার তারিখ পিছিয়ে দেয়ার জন্য। 

ট্রাম্পের আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন, সুপ্রিম কোর্টের একটি ঐতিহাসিক সিদ্ধান্তের প্রেক্ষিতে সাজা ঘোষণার আগে রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য যথেষ্ট সময় নেই। তবে, প্রসিকিউটররা এ বিষয়ে নিরপেক্ষ অবস্থান নিয়েছিলেন। 

তবে আদালতের এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন ট্রাম্পের বিরোধীপক্ষ। তাঁরা বলেছেন, ট্রাম্পের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ করছে আদালত। আদালতের এ ধরনের চিন্তা ট্রাম্পকে জাতীয় রাজনীতিতে বিশেষ সুবিধা দিচ্ছে বলেও সমালোচনা করেন তারা। 

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০১৬ সালের নির্বাচনের আগে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখতে ঘুষ দিয়েছিলেন এবং এটি লুকাতে ব্যবসায়িক রেকর্ড জাল করেছিলেন। 

এ অভিযোগ মে মাসে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হয়।
 
অভিযোগে বলা হয়, ২০০৬ সালে পর্নো  তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে ট্রাম্পের যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। তিনি ২০১৬ সালের নির্বাচনে ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে তার আইনজীবীর মাধ্যমে ১ লাখ ৩০ হাজার ডলার তাকে দিয়েছিলেন এবং এটি লুকাতে ব্যবসায়িক রেকর্ড জাল করেছিলেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি