ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে নোয়াখালীতে ১ শিশুর মৃত্যু

প্রকাশিত : ১০:১০, ৪ মে ২০১৯

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে নোয়াখালীর উপকূলীয় উপজেলার সুবর্ণচর ওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামে ঘর-চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। এর প্রভাবে প্রায় অর্ধ-শত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

শুক্রবার (৩ মে) দিনগত রাতে এই ঘটনা ঘটেছে। এব্যাপারে জানতে চাইলে জেলা প্রশাসক তন্ময় দাস বলেন, ঘূর্ণিঝড়ের কারণে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। আহতদের সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘূর্ণিঝড় ফণী বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ অতিক্রম করছে। বর্তমানে ঘূর্ণিঝড়টির গতিবেগ ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার।
শনিবার (৪ মে) সকালে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। ফণীর প্রভাবে দেশের অনেক জায়গায় ভারি বৃষ্টিপাত হচ্ছে। দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

টিআর/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি