ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪

চট্টগ্রামের বেশিরভাগ সড়কই যানচলাচলের অনুপোযোগী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৩, ৩ জুলাই ২০১৭ | আপডেট: ১৪:০৬, ৩ জুলাই ২০১৭

টানা বৃষ্টিতে চট্টগ্রামের বেশিরভাগ সড়কই যানচলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা সড়কে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। বিকল হচ্ছে যানবাহন, বাড়ছে যানজট। এ অবস্থায় দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন নগরবাসী। তবে সমস্যা সমাধানে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় দরকার বলে মনে করছেন সিটি মেয়র।  
নগরীর বেশিরভাগ সড়কেরই এখন এরকম বেহাল অবস্থা। টানা বৃষ্টিতে সড়কগুলোতে যান চলাচলই যেন দায়।
খানা খন্দে ভরা সড়কগুলোতে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। বিকল হচ্ছে যানবাহন।
এ অবস্থার জন্যে সিটি কর্পোরেশনের ব্যর্থতাকে দায়ী করলেন নগরবাসী।
বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কারণে নগরবাসীর সমস্যা হচ্ছে বলে স্বীকার করলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
তবে সমস্যা যাই থাক দুর্ভোগ লাঘবে দ্রুত সড়ক মেরমতে সিটি কর্পোরেশন উদ্যোগ নেবে বলে আশা করছেন বন্দরনগরীর মানুষ।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি