চট্টগ্রামের মহেশখালের ওপর নির্মিত বাঁধ শিগগিরই অপসারণ করা হবে
প্রকাশিত : ১৮:০৩, ১২ জুন ২০১৭ | আপডেট: ১৮:২৫, ১২ জুন ২০১৭
নরবাসীর দুর্দশা লাঘবে চট্টগ্রামের মহেশখালের ওপর নির্মিত বাঁধ শিগগিরই অপসারণ করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
মহেশখালের প্রায় ১৫ কিলোমিটার এলাকা পরিদর্শন, আবর্জনা ও মাটি উত্তোলন কাজ তদারকির সময় মেয়র এ’সব কথা বলেন। খালের দুই পাড়ে থাকা সব অবৈধ স্থাপনা দ্রুত অপসারণের নির্দেশ দেন মেয়র। এছাড়া, খালের মুখে পাম্প হাউসসহ স্লুইচ গেইট নির্মাণ করে আশপাশের এলাকাকে জলাবদ্ধতা থেকে স্থায়ীভাবে মুক্ত করা হবে বলে জানান তিন। এ’সময় সিটি করপোরেশনের কাউন্সিলর, প্রকৌশলীসহ উর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।
আরও পড়ুন