ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

চট্টগ্রামের শপিং মলগুলোতে ঈদের আমেজ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৯, ৩১ মে ২০১৮ | আপডেট: ১৩:১৪, ৩১ মে ২০১৮

বন্দর নগরী চট্টগ্রামের শপিং মলগুলোতে এখন ঈদের আমেজ। পরিবারের সদস্যদের  নিয়ে শপিং মলগুলোতে সবাই ছুটছে নতুন পোশাক কেনাকাটায়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত থাকছে ক্রেতাদের পদচারণা।

রমজানের দ্বিতীয় সপ্তাহ থেকেই মার্কেটগুলোতে বেড়েছে বিক্রি। ক্রেতাদের ভীড়ে সরগরম নগরীর মিমি সুপার, আফমি প্লাজা, সেন্ট্রাল প্লাজা, নিউমার্কেটসহ বিভিন্ন অভিজাত মার্কেট। অধিকাংশ দোকানে শিশুদের পোশাকের চাহিদা বেশী।

পাশ্চাত্য ধাচের গাউন, লেহেঙ্গা, ফ্রক গতবারের মতো এবারও তরুণীদের পছন্দের শীর্ষে। আবার অনেক ক্রেতা বলছেন ঈদের পোশাক এখনো পুরোপুরি মার্কেটে  আসেনি।

বিক্রেতারা বলছেন, এবারও ক্রেতাদের কদর পাচ্ছে ভারতীয় ও পাকিস্তানি পোশাক। এবার পোশাকে নতুন সংযোজন হয়েছে চায়না গাউন। নেট, কাতান, জর্জেট, সিল্ক, এন্ডি সিল্ক, তসর, সুতিসহ বিভিন্ন কাপড়ের থ্রিপিস ও থান কাপড়ের চাহিদা বেশি। 

আগামী সপ্তাহ থেকে আরো ভালো বিক্রির আশা করছেন বিক্রেতারা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি