ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

চট্টগ্রামের ১৬ আসনে প্রার্থী হতে চান ১৮০ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৫, ২৯ নভেম্বর ২০১৮ | আপডেট: ২১:১৭, ২৯ নভেম্বর ২০১৮

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৮০ প্রার্থী। এর মধ্যে বিভিন্ন আসনে আওয়ামীলীগ-বিএনপি’র একাধিক প্রার্থী রয়েছেন। স্বতন্ত্র হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন জামায়াতের চার প্রার্থী।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে এবার সবোর্চ্চ সংখ্যক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার উৎসবমুখর পরিবেশে এই মনোনয়নপত্র জমা নেয়া হয়।

চট্টগ্রামের সব ক’টি আসনে বিএনপি’র একাধিক প্রার্থী মনোনয়ন দাখিল করলেও চট্টগ্রাম-৭(রাঙ্গুনিয়া) আসনে দাখিল করেছে ৫জন। জামায়াত বিএনপি’র সাথে জোটগতভাবে নির্বাচনে অংশ নিলেও চট্টগ্রামের তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে।

এদিকে ফটিকছড়ি এবং সীতাকু-ে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছে আওয়ামীলীগের দুই নেতা।
এদিকে চট্টগ্রামের একটি আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। তবে বিএনপি বলছে-ইভিএম ব্যবহারের ফলে এলাকাটি বির্তকিত হচ্ছে।

সরকারের ধারাবাহিকতা রক্ষায় দলীয় নেতাকর্মীদের ভোটাদের ঘরে ঘরে যাওয়ার নির্দেশ দেন দলীয় নেতারা।
চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে এবার মোট ভোটার ৫৬ লাখ ৩৬ হাজার ২৫৪ জন। মোট ১হজার ৮ ৯৯ টি কেন্দ্রে ভোটরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

ভিডিও: https://youtu.be/HqjAk2Dnyfk


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি